শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক ও সংস্কৃতিজন :
ড. তারেক শামসুর রেহমান (১৭ এপ্রিল), অভিনেতা শাহীন আলম (৮ মার্চ), কণ্ঠশিল্পী ইন্দ্রমোহন রাজবংশী (৭ এপ্রিল), নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা ও গবেষক সাজেদুল আউয়াল শামীম (১৫ এপ্রিল), অভিনেতা এসএম মহসীন (১৮ এপ্রিল), নাট্যব্যক্তিত্ব তবিবুল ইসলাম বাবু (২২ এপ্রিল), কবি-গীতিকার ফজল-এ-খোদা (৪ জুলাই), ফকির আলমগীর (২৩ জুলাই), নাজমা চৌধুরী (৮ আগস্ট), নাট্যসংগঠক সাঈদ হোসেন দুলাল (২২ ডিসেম্বর) প্রমুখ।
সাংবাদিক :সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ (২৬ ডিসেম্বর), প্রথম আলোর মিজানুর রহমান খান (১১ জানুয়ারি), ব্রডকাস্ট জার্নালিস্ট ফোরামের সদস্য আফজাল মোহাম্মদ (২১ জানুয়ারি), ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য জগদীশ চন্দ্র ঘোষ (২ এপ্রিল), হাসান শাহরিয়ার (১০ এপ্রিল), শফিউজ্জামান খান লোদী (১৮ এপ্রিল), সৈয়দ শাজাহান (২৮ এপ্রিল), শহীদুজ্জামান খান (৩০ মে), রুহুল কুদ্দুস মনি (২১ জুলাই), মো.আব্দুর রহিম (৭ আগস্ট), আবুল মনসুর চৌধুরী (৯ আগস্ট), আবু জাফর সাবু (২৮ আগস্ট), অরুণ বসু (৭ অক্টোবর) প্রমুখ।
রাজনীতিক :সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী (১১ মার্চ), বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী (২০ মার্চ), সাংসদ আসলামুল হক (৪ এপ্রিল), আওয়ামী লীগ নেতা মো. মুহিবুল্লাহ (৭ এপ্রিল), বিএনপি নেতা ব্যারিস্টার জিয়াউর রহমান খান (২৪ এপ্রিল), সাংসদ দিলদার হোসেন সেলিম (৫ মে), বিএনপি নেতা অ্যাডভোকেট কামরুল মনির (১৮ জুন), সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলী আশরাফ (৩০ জুলাই), বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়া (১৫ সেপ্টেম্বর), বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ অ্যাডভোকেট আফজল খান (১৬ নভেম্বর), আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক সাংসদ জয়নাল হাজারী (২৭ ডিসেম্বর) প্রমুখ।
ব্যাংকার ও ব্যবসায়ী :শিকদার গ্রুপ এবং ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান জয়নুল হক শিকদার (১০ ফেব্রুয়ারি), আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আনোয়ার হোসেন (১৭ আগস্ট), আজিজ গ্রুপ ও সিটি ব্যাংকের সাবেক চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী (৬ নভেম্বর) প্রমুখ।
আইনজ্ঞ :প্রসিকিউটর জেয়াদ আল মালুম (২৭ জুন), বিচারপতি আমির হোসেন (২৪ আগস্ট), বাসেত মজুমদার (২৭ অক্টোবর), পরিমল চন্দ্র (পিসি) গুহ (১৬ ডিসেম্বর) প্রমুখ।