- বাংলাদেশ
- ‘অধিকারের রায় নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল’
১৫৫ নাগরিকের বিবৃতি
‘অধিকারের রায় নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল’

অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলান। ফাইল ছবি
মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের দণ্ডাদেশের বিরুদ্ধে একটি মহল অপপ্রচার শুরু করেছে। দেশি ও বিদেশি এই প্রতিবাদকারীরা স্বাধীনতাবিরোধী ও উগ্র জঙ্গিবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক। সময়ে সময়ে তাদের তথাকথিত বিবেক জাগ্রত হয়। দেশের ১৫৫ জন বিশিষ্ট নাগরিক, শিক্ষক, বুদ্ধিজীবী ও পেশাজীবী এ দাবি করেছেন।
মঙ্গলবার বিবৃতিতে তারা আরও বলেন, এই রায় প্রকাশের পর বিতর্কিত, উগ্রবাদী সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের সুরে দেশি-বিদেশি কিছু সম্মানিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিবাদ করার বিষয়টি বিস্ময়কর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভীর স্বাক্ষরিত বিবৃতিতে আরও বলা হয়, ‘সম্প্রতি বাংলাদেশের বিচার বিভাগের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার জন্য একটি বিশেষ মহলের অপচেষ্টায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। তারা বলেন, রায়ে কোনো পক্ষ সংক্ষুব্ধ হলে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। তা সত্ত্বেও একটি মহল আদালতের রায়ের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ইমেরিটাস অধ্যাপক বজলুল হক খন্দকার, অধ্যাপক হারুন অর রশীদ, অধ্যাপক অনুপম সেন, শিল্পী হাশেম খান, শিল্পী রফিকুন নবী, ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া প্রমুখ।
মন্তব্য করুন