- বাংলাদেশ
- বিয়ে মানেই ঘটক পাখি ভাই, একাই দিয়েছেন ২৩ হাজার বিয়ে
বিয়ে মানেই ঘটক পাখি ভাই, একাই দিয়েছেন ২৩ হাজার বিয়ে
বিয়ে মানেই ঘটক পাখি ভাই। বহু বছরের ঘটকালি জীবনে একে একে বিয়ে দিয়েছেন ২৩ হাজারেরও বেশি। ঘটকজীবনের প্রথম দিকে তিনি যখন বাড়ি বাড়ি ঘুরে ঘটকালি করতেন, তখন তাঁর এক বন্ধু তাঁকে পাখির সাথে তুলনা করে তাঁর নাম দেন পাখিভাই, সেই থেকে চলছে ওই নাম। তবে ঘটকের আসল নাম আশরাফ হোসেন।
মন্তব্য করুন