দেশের বিচার বিভাগে গতিশীলতা আরও বাড়াতে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপিত আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আইন ও বিচার বিভাগের বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়।

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য ১ হাজার ৯৪২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর আগে ২০২২-২৩ অর্থবছরের বাজেটে আইন ও বিচার বিভাগের বরাদ্দ ছিল ১ হাজার ৯২৪ কোটি টাকা। অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরে আইন ও বিচার বিভাগের বরাদ্দ ১৮ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া প্রস্তাবিত বাজেটে সুপ্রিম কোর্টের জন্য ২৩৭ কোটি টাকা এবং লেজিসলেটিভ ও সংসদ বিভাগের জন্য ৪৩ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়।

এর আগে আজ বিকেল ৩টায় একাদশ জাতীয় সংসদের ২৩তম (বাজেট) অধিবেশন শুরু হয়। এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমোদনক্রমে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। এদিন তিনি ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করেন।

/এমএইচটি/