- বাংলাদেশ
- ডিআইজি মিজানসহ চারজনের সর্বোচ্চ সাজা চায় দুদক
ডিআইজি মিজানসহ চারজনের সর্বোচ্চ সাজা চায় দুদক

ফাইল ছবি
বুধবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের মঞ্জুরুল ইমামের আদালতে যুক্তিতর্ক উপস্থাপনে এ সাজা দাবি করেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
দুদকের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ডিআইজি মিজানের পক্ষে তার আইনজীবী যুক্তি উপস্থাপন শুরু করেন। তবে এদিন তা শেষ না হওয়ায় ৩১ মে যুক্তিতর্ক উপস্থাপনের পরবর্তী তারিখ ধার্য করেন আদালত।
এর আগে গত ১৪ মে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে ডিআইজি মিজান, তার ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসান নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্মা পলাতক রয়েছেন। এ মামলায় ৩৩ জন সাক্ষীর মধ্যে ২৭ জনের সাক্ষ্য নেন আদালত।
২০১৯ সালের ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে ডিআইজি মিজানসহ চার জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
মন্তব্য করুন