- বাংলাদেশ
- ছয়দিনে মোটরসাইকেল থেকে টোল সাড়ে ৭৭ লাখ টাকা
পদ্মা সেতু
ছয়দিনে মোটরসাইকেল থেকে টোল সাড়ে ৭৭ লাখ টাকা

ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০ এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হয়। অনুমতি দেওয়ার পর এক সপ্তাহে এই সেতু দিয়ে সাড়ে ৭৭ হাজার মোটরসাইকেল যাতায়াত হয়। এতে টোল আদায় হয় প্রায় সাড়ে ৭৭ লাখ টাকা।
বুধবার সকালে সেতু বিভাগের সম্মেলন কক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।
সেতুমন্ত্রী জানান, ঈদ উপলক্ষে গত ২০ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সেতু দিয়ে মোট ৭৭ হাজার ৫২৯টি মোটরসাইকেল যাতায়াত করে। এতে ৭৭ লাখ ৫২ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে।
গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরদিন সেতুতে যান চলাচল শুরু হয়। ওই দিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। এরপর পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
তবে গত ১৮ এপ্রিল একনেকের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপলক্ষে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেন। সভা শেষে বিষয়টি সংবাদমাধ্যমকে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তখন সেতুমন্ত্রী বলেন, নির্ধারিত হারে টোল প্রদান করতে হবে। পরীক্ষামূলক এই নির্দেশ দেওয়া হয়েছে। কোনভাবেই সার্ভিস লেনের বাইরে মূল সেতুতে মোটরসাইকেল যেতে পারবে না। যদি নিয়ম না মানে তাহলে সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে।
মন্তব্য করুন