- বাংলাদেশ
- ডাচদের হারিয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে প্রোটিয়ারা
ডাচদের হারিয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে প্রোটিয়ারা
-samakal-642a5b595dd62.jpg)
ছবি- গেটিইমেজেস
নিউজিল্যান্ডের কাছে হার মেনে সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়েছে শ্রীলঙ্কার। এবার বিশ্বকাপ খেলতে খেলতে বাছাই খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকেও।
নেদারল্যান্ডসকে ১৪৬ রানে হারিয়ে ক্যারিবিয়ানদের সরাসরি বিশ্বকাপ থেকে সরিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে এখনো ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়নি প্রোটিয়াদের। আফ্রিকান দলটিকে এখন তাকিয়ে থাকতে হবে বাংলাদেশের দিকে।
সুপার লিগে দক্ষিণ আফ্রিকাকে টপকানোর সুযোগ আছে শুধু আয়ারল্যান্ডের। আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ খেলবে আইরিশরা।
বাংলাদেশ অন্তত একটি ম্যাচ জিতলেই বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে দক্ষিণ আফ্রিকা। তবে আয়ারল্যান্ড যদি তিন ম্যাচেই বাংলাদেশকে হারায় তাহলে প্রোটিয়াদের সরিয়ে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নিবে আইরিশরা।
এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিক ভারতসহ বাংলাদেশ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।
মন্তব্য করুন