লেখক, গবেষক ও সাবেক কর কমিশনার আ স ম ওয়াহিদুজ্জামানের স্বাস্থ্যবিষয়ক ছয়টি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। সম্প্রতি রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কের সান্তুর রেস্টুরেন্টে মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। গ্রন্থগুলো প্রকাশ করেছে হ্যাপি হোম অ্যান্ড হেলথকেয়ার প্রকাশনী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সায়েবা আক্তারসহ বিভিন্ন ক্ষেত্রে স্বনামধন্য কয়েকজন চিকিৎসক ও গণ্যমান্য ব্যক্তিরা।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হ্যাপি হোম অ্যান্ড হেলথকেয়ার প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক আইভি খান ওয়াহিদ।