- বাংলাদেশ
- শৈত্যপ্রবাহ বইছে ৬ জেলায়
শৈত্যপ্রবাহ বইছে ৬ জেলায়

ফাইল ছবি।
দেশের ছয় জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো— পঞ্চগড়, কুড়িগ্রাম, দিনাজপুর, পাবনা, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার।
আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ বলেন, শৈত্যপ্রবাহ খুব বেশি সময় থাকবে না। দুই–একদিন থাকতে পারে। এরপর থেকে তাপমাত্রা বাড়তে পারে।
এদিকে, রাজধানীতে একদিনে প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। আরও দু-একদিন তাপমাত্রা এমন থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
মন্তব্য করুন