- বাংলাদেশ
- সেনাপ্রধানের সঙ্গে ফিলিস্তিনি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
সেনাপ্রধানের সঙ্গে ফিলিস্তিনি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

সোমবার সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ সফররত ফিলিস্তিনি মিলিটারি ইন্টেলিজেন্সের মহাপরিচালক মেজর জেনারেল জাকারা এএইচ মুছলেহ, ছবি: আইএসপিআর
সফররত ফিলিস্তিনি প্রতিনিধি দল সোমবার সেনাবাহিনী সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
প্রতিনিধি দলের দলনেতা ছিলেন ফিলিস্তিনি মিলিটারি ইন্টেলিজেন্সের মহাপরিচালক মেজর জেনারেল জাকারা এ এইচ মুছলেহ। এর আগে পোল্যান্ড দূতাবাসের সামরিক উপদেষ্টা কর্নেল রেডোসলো গ্রাবসকি সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্তব্য করুন