ভারতের অন্যতম বড় রাজনৈতিক দল কংগ্রেস ছাড়লেন হার্দিক প্যাটেল। বুধবার কংগ্রেসের সব পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি। গুজরাট নির্বাচনের কয়েক মাস বাকি রয়েছে। তার আগেই হার্দিকের কংগ্রেস ছাড়া দলের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্নেষকরা। খবর এনডিটিভির। 

কয়েক দিন ধরেই কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ছিল হার্দিকের। তিনি কংগ্রেস নেতৃত্বের সমালোচনাতেও সরব ছিলেন। গতকাল টুইটে তিনি জানান, আজ আমি সাহসের সঙ্গে কংগ্রেস পার্টির পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছি। আমি নিশ্চিত যে, আমার সিদ্ধান্তকে আমার সব সহকর্মী ও গুজরাটের জনগণ স্বাগত জানাবে।

আমি বিশ্বাস করি, আমার এই পদক্ষেপের পর আমি ভবিষ্যতে গুজরাটের জন্য সত্যিই ইতিবাচকভাবে কাজ করতে সক্ষম হবো। রাহুল গান্ধীর কাছে পদত্যাগপত্র তিনি পাঠিয়ে দিয়েছেন। রাহুলের হাত ধরেই ২০১৯ সালের মার্চে কংগ্রেসে যোগ দিয়েছিলেন হার্দিক প্যাটেল।