- বাংলাদেশ
- পি কে হালদারকে ফেরাতে দুদকের বৈঠক, সহযোগিতা চায় ইন্টারপোলের
পি কে হালদারকে ফেরাতে দুদকের বৈঠক, সহযোগিতা চায় ইন্টারপোলের

সাঈদ মাহবুব খান ও পি কে হালদার (ইনসেটে)/ পুরোনো ছবি
প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে ভারতে পালানো প্রশান্ত কুমার (পি কে) হালদারকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল) সহযোগিতা চায় দুদক। এছাড়া তাকে ফেরাতে দুদকের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে বলা হবে। ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহায়তাও নেওয়া হবে।
দুদকের ভারপ্রাপ্ত সচিব সাঈদ মাহবুব খান এ কথা জানিয়েছেন। পি কে হালদার ও তার পাচার করা সম্পদ দেশে ফিরিয়ে আনতে আজ সোমবার দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সভাপতিত্বে বৈঠক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৈঠক শেষে দুপুরে সংবাদ সম্মেলনে সাঈদ মাহবুব এ সব তথ্য জানান।
তিনি বলেন, পি কে হালদারের বিরুদ্ধে দুদকের ৩৫টি মামলা আছে। এসব মামলার মধ্যে মাত্র একটিতে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। ওই মামলায় পি কে হালদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
আরও পড়ুন
ভারত এখনো আনুষ্ঠানিকভাবে পি কে হালদারকে গ্রেপ্তারের কথা বাংলাদেশকে জানায়নি উল্লেখ করে দুদকের ভারপ্রাপ্ত সচিব বলেন, তবে ভারত সরকারের কিছু সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে বোঝা যাচ্ছে, পি কে হালদার গ্রেপ্তার হয়েছেন।
তিনি বলেন, ভারত সরকারের সংবাদ বিজ্ঞপ্তিতে যে ব্যক্তিকে গ্রেপ্তারের কথা বলা হয়েছে তার বিরুদ্ধে চার-পাঁচটি মামলা হয়েছে। তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করছে ইডি। সেসব মামলার এজাহারে বলা হয়েছে, তিনি বাংলাদেশ থেকে অর্থ পাচার করেছেন এবং ভারতে নাম পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তির ছবি দেখেও বোঝা যাচ্ছে তিনিই পি কে হালদার।
ভারতের গোয়েন্দা সংস্থাকে দুদক আগেই কিছু তথ্য দিয়েছিল। সে সব তথ্য অভিযান চালাতে এবং পি কে হালদারকে গ্রেপ্তার করতে সহায়ক হয়েছে বলেও তিনি জানান।
পি কে হালদারের দুর্নীতির সঙ্গে কোনো প্রভাবশালী জড়িত থাকলে কী ব্যবস্থা নেওয়া হবে- এমন প্রশ্নের জবাবে সাঈদ মাহবুব বলেন, সে ক্ষেত্রে প্রমাণ সাপেক্ষে আমরা আইনি ব্যবস্থা নেব।
মন্তব্য করুন