- বাংলাদেশ
- জয়নাল হাজারী মারা গেছেন
জয়নাল হাজারী মারা গেছেন

জয়নাল হাজারী। ফাইল ছবি।
আলোচিত আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারী রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, জয়নাল হাজারী হৃদযন্ত্র, কিডনি ও ফুসফুস সংক্রমণে ভুগছিলেন। গত ১৫ ডিসেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। আজ বিকেল ৫টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারী জানিয়েছেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ফেনী পাইলট হাইস্কুল মাঠে জয়নাল হাজারীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মাস্টার পাড়াস্থ নিজ বাসভবন ‘মুজিব উদ্যানে’ তাকে দাফন করা হবে।
জয়নাল হাজারী ১৯৮৪-২০০৪ পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
এ ছাড়া ফেনী-২ (ফেনী সদর) আসন থেকে ১৯৮৬, ’৯১ ও ’৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ১৯৯৬ সালের পর তিনি বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
২০০৪ সালের এপ্রিলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে অবশ্য ২০১৯ সালের অক্টোবরে তাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়।
জয়নাল হাজারীর মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মন্তব্য করুন