- বাংলাদেশ
- তামিমের পর মাশরাফিও ঢাকায়
তামিমের পর মাশরাফিও ঢাকায়

মাশরাফি বিন মর্তুজা
তৃতীয় রাউন্ডে বিসিবির দল ঢাকা দলে ভেড়ায় মাশরাফি বিন মর্তুজাকে। এই দলে প্রথম রাউন্ডে দলে ভেড়ায় তামিম ইকবালকে। সরাসরি সাইনে দলে আগে থেকেই আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
এর আগে লটারিতে শুরুতে খেলোয়াড় ডাকার সুযোগ পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স৷ প্রথম ডাকে তারা দল ভেড়ায় লিটন দাসকে। সিলেটের হয়ে খেলবেন মোসাদ্দেক হোসেন সৈকত।
খুলনা টাইগার্সের পছন্দ শেখ মেহেদী হাসান। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নেয় পেসার শরিফুল ইসলামকে এবং ফরচুন বরিশাল দলে ভেড়ায় কাজী নুরুল হাসান সোহানকে৷
দ্বিতীয় ডাকে বরিশাল প্রথমে নাজমুল হোসেন শান্তকে দলে নেয়। এরপর চট্টগ্রাম আফিফ হোসেনকে, খুলনা সৌম্য সরকারকে, সিলেট মোহাম্মদ মিঠুনকে, ঢাকা রুবেল হোসনকে এবং কুমিল্লা দলে নেয় শহিদুল ইসলামকে৷
মন্তব্য করুন