ঢাকা শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩

নৌকা পেতে মনোনয়ন জমা দিলেন সৈয়দ নজরুলের মেয়ে লিপি

নৌকা পেতে মনোনয়ন জমা দিলেন সৈয়দ নজরুলের মেয়ে লিপি

মনোনয়ন ফরম হাতে সৈয়দা জাকিয়া নূর লিপি।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ০৯:২২

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। 

সোমবার (২০ নভেম্বর) সৈয়দ নজরুল ইসলামের ছেলে অধ্যাপক ড. সৈয়দ শরিফুল ইসলাম ও মেয়ে সৈয়দা রাফিয়া নূর রুপা তাঁদের বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির পক্ষে মনোনয়নপত্র জমা দেন।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন জমা দেওয়ার সময় কিশোরগঞ্জ সদর ও হোসেনপুরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুর পর একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে সৈয়দ নজরুল ইসলামের মেয়ে ও সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন কিশোরগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
 

আরও পড়ুন