ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩ | ২০:৩৫
দেশে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে তিনজনের এবং ঢাকার বাইরে দু’জন।
এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ২৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৮৬ জন ঢাকা মহানগরে এবং ৯১১ জন দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হয়েছে ৩ লাখ ২ হাজার ৫৪২ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৫৪ জনে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এ বছর ঢাকায় ১ লাখ ৫ হাজার ৮২১ এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ১ লাখ ৯৬ হাজার ৬৩১ রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ৯০৪ জনের মৃত্যু হয়েছে ঢাকায়। বাকি ৬৫০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে মারা গেছেন।
আজ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন ৪ হাজার ৬৫৩ জন রোগী। তাদের মধ্যে ১ হাজার ১৯৩ জন ঢাকায় এবং ঢাকার বাইরের ৩ হাজার ৪৬০ জন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরের জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬, মার্চে ১১১, এপ্রিলে ১৪৩, মে মাসে ১ হাজার ৩৬, জুনে ৫ হাজার ৯৫৬, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬, আগস্টে ৭১ হাজার ৯৭৬, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন হাসপাতালে ভর্তি হন। নভেম্বরের প্রথম ২০ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ২৭৭ জন রোগী।
ডেঙ্গুতে গত জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ২, মে মাসে ২, জুনে ৩৪, জুলাইয়ে ২০৪, আগস্টে ৩৪২, সেপ্টেম্বরে ৩৯৬ এবং অক্টোবরে ৩৫৯ জনের মৃত্যু হয়। নভেম্বরের প্রথম ২০ দিনে মৃত্যু হয়েছে ২০৫ জনের।