- বাংলাদেশ
- আনসার আল ইসলামের চার জঙ্গি গ্রেফতার
আনসার আল ইসলামের চার জঙ্গি গ্রেফতার

রাজধানীর গাবতলী ও সাভারের আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চারজন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাবের মিডিয়া উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার রাতে গাবতলী ও সাভারের আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেফতার করা হয়।
সোমবার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
আরও পড়ুন