ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

অবন্তিকার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো একেকটা নিপীড়ক-সৃষ্টি, নিপীড়ক-রক্ষা এবং নিপীড়িত-দমন যন্ত্র হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার ‘হত্যার’ বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এ সব কথা উল্লেখ করেছে। সংগঠনের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন পাঠানো বিবৃতিতে ৬৭ জন শিক্ষক সই করেছেন।

আপডেটঃ ১৯ মার্চ ২০২৪ | ০১:৪১
অবন্তিকার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক