- পরিবেশ
- বায়ুদূষণ রোধে বিশেষ অভিযান শুরু বুধবার
বায়ুদূষণ রোধে বিশেষ অভিযান শুরু বুধবার

বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহরের তালিকায় জানুয়ারিজুড়ে ঘুরেফিরে এসেছে ঢাকার নাম। গত মাসে প্রতিদিন বিষভরা বাতাস নাকে ঢুকেছে। মঙ্গলবারও বায়ুদূষণে শীর্ষে ছিল ঢাকা। এতে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। এমন পরিস্থিতিতে বায়ুদূষণ রোধে পরিবেশ অধিদপ্তরকে বুধবার থেকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এডিপি সভায় তিনি এ নির্দেশ দেন।
মন্ত্রী আরও বলেন, বায়ুদূষণ রোধে মন্ত্রণালয় ও অধিদপ্তরকে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। এ জন্য সংশ্নিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ে আন্তঃমন্ত্রণালয় সভা করে কার্যকর আইনি সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। এ সময় হাইড্রোলিক হর্ন ও শব্দদূষণ বন্ধে কার্যকর উদ্যোগ নিতে সংশ্নিষ্ট প্রকল্প পরিচালককে নির্দেশ দেন তিনি।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের হিসাবে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় বাতাসের মান ছিল ১৭৫, যা 'অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত। একিউআই স্কোর ১০ থেকে ২০০ পর্যন্ত 'অস্বাস্থ্যকর'; ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্য সতর্কতাসহ জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়।
মন্তব্য করুন