- পরিবেশ
- সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত জারি
সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত জারি

লঘুচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় দেশের সব সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার আবহাওয়া অধিদপ্তরের একটি সতর্ক বার্তায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে, বইবে ঝড়ো হাওয়া। চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে হবে ভারী বর্ষণ।
আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপের প্রভাবে আগামী তিন দিন সারাদেশে বজ্রসহ ভারী ও মাঝারি বৃষ্টিপাত হবে।
মন্তব্য করুন