autumn sale daraz

নাফ নদে নৌকাডুবি, আরও ১০ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৭

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

নৌকাডুবে সন্তানহারা ইয়াসমিনের আহাজারি- সমকাল

মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতার ঘটনায় বাংলাদেশে পালিয়ে আসার পথে নাফ নদে ফের নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে আরও ১০ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার সকালে টেকনাফের শাহপরী দ্বীপ থেকে নারী শিশুসহ আটজন ও নাজিরপাড়া থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

শাহপরী দ্বীপের ইউপি সদস্য ফজলুল হক জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসার পথে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবে যায়। বুধবার সকালে শাহপরী দ্বীপ থেকে চার শিশু, দুই নারী ও দুজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া নাজিরপাড়া থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া আরেফা বেগম জানান, মিয়ানমারে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর হাত থেকে রক্ষা পেতে প্রায় ২৫ জন রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসার পথে মঙ্গলবার রাতে নাফ নদে নৌকা ডুবে যায়। এতে তার দুই ছেলে ও এক মেয়ে নিখোঁজ রয়েছে।

বেঁচে যাওয়া আরেক নারী ইয়াসমিন জানান, নৌকাডুবিতে তার দুই ছেলের মধ্যে এক ছেলের মরদেহ পাওয়া গেছে। অন্যজন নিখোঁজ রয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি মাইন উদ্দিন খান জানান, বুধবার সকালে নাফ নদ থেকে ১০ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।

মিয়ানমারে নতুন করে সংহিস পরিস্থিতি সৃষ্টির পর থেকে এ পর্যন্ত নৌকাডুবি ও গুলিবিদ্ধ হয়ে শতাধিক রোহিঙ্গার মরদেহ পাওয়া গেল।

রাখাইন রাজ্যে সহিংসতায় গত ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত প্রায় ৩ লাখ ৭০ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে ঠাঁই নিয়েছে।

মঙ্গলবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার মুখপাত্র জোসেফ ত্রিপুরা এ তথ্য জানিয়েছেন বলে এনডিটিভির খবরে বলা হয়।

জাতিসংঘের ভাষ্যমতে, পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে। কেননা আরো অনেক রোহিঙ্গা এখনো চলন্তপথে রাস্তার পাশে অবস্থান করছে, যাদের এই মুহূর্তে হিসেবে আনা কষ্টসাধ্য। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা সোমবার ৩ লাখ ১৩ হাজার বলার পর, রাতের মধ্যেই এই সংখ্যা বাড়লো।

এদিকে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর চালানো সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ নিহত হয়েছেন বলে রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফিংয়ে বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান। 

আরও পড়ুন

autumn sale daraz
রোহিঙ্গা ঠেকাতে বাংলাদেশ সীমান্ত বন্ধ করল ভারত

রোহিঙ্গা ঠেকাতে বাংলাদেশ সীমান্ত বন্ধ করল ভারত

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশের সঙ্গে মোট চার হাজার ৯৬ কিলোমিটার ...

ষোড়শ সংশোধনীর রায় পর্যালোচনা করে রিভিউ: আইনমন্ত্রী

ষোড়শ সংশোধনীর রায় পর্যালোচনা করে রিভিউ: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, 'ষোড়শ সংশোধনী ...

আমদানিকারকরা আরও কম দামে চাল ছাড়ছেন

আমদানিকারকরা আরও কম দামে চাল ছাড়ছেন

আরও কম দামে মোকামে চাল বিক্রি করছেন আমদানিকারকরা। আগের দিনের ...

সু চি ও খালেদা একই পথের পথিক: ইনু

সু চি ও খালেদা একই পথের পথিক: ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মিয়ানমারের প্রধান রাষ্ট্রীয় পরামর্শক অং ...

পবিত্র আশুরা ১ অক্টোবর

পবিত্র আশুরা ১ অক্টোবর

আগামী ১ অক্টোবর দেশে পবিত্র আশুরা পালিত হবে। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন ...

রোহিঙ্গাদের ফেরাতে চাপ তৈরি করুন, আইওএমকে প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের ফেরাতে চাপ তৈরি করুন, আইওএমকে প্রধানমন্ত্রী

নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার জন্য ...

রোহিঙ্গাদের ত্রাণের নৌকায় বৌদ্ধদের হামলা

রোহিঙ্গাদের ত্রাণের নৌকায় বৌদ্ধদের হামলা

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য ত্রাণ সরবরাহে বাধা দিয়েছে একদল ...

র‌্যাম্প মডেল থেকে 'জঙ্গি কমান্ডার'

র‌্যাম্প মডেল থেকে 'জঙ্গি কমান্ডার'

রাজধানীতে গ্রেফতার হওয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি নেতা ইমাম ...