ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

বিশেষ সফরে নিউইয়র্ক গেলেন মির্জা ফখরুল

বিশেষ সফরে নিউইয়র্ক গেলেন মির্জা ফখরুল

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৮ | ০৭:৪৭ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮ | ১০:২১

একটি বিশেষ সফরে নিউইয়র্ক গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। মঙ্গলবার রাত ১টা ৪০ মিনিটে হজরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা করেন তারা। 

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সমকালকে বিষয়টি নিশ্চিত করে জানান, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট-৫৮৫ এ নিউইয়র্ক যাচ্ছেন তারা। 

কয়েক মাস ধরে বিদেশি রাষ্ট্র ও সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে বিএনপি। এর মধ্যে গত মার্চ মাসে জাতিসংঘকে একটি চিঠি দেয় দলটি। মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করতে সংস্থাটিকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

এরপর কমনওয়েলথ সম্মেলন চলাকালে 'বাংলাদেশের চলমান বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি, খালেদা জিয়ার জামিন না হওয়া'র বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে সদস্য দেশগুলোকে চিঠি দেয় বিএনপি।

আরও পড়ুন

×