ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

রাজনৈতিক উদ্দেশ্যে ভারত সফর নয়: অলি আহমদ

রাজনৈতিক উদ্দেশ্যে ভারত সফর নয়: অলি আহমদ

এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ- ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৮ | ১৫:৩৩ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮ | ১৫:৪৮

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ তার ভারত সফর সম্পর্কে বলেছেন, এ সফর সম্পূর্ণ ব্যক্তিগত; কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নয়। তিনি আজমির শরিফ জিয়ারতের উদ্দেশ্যে ভারত আছেন এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন। কর্নেল অলির বরাত দিয়ে তার প্রেস সচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এসব কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্নেল অলির ভারত সফরকে কেন্দ্র করে কিছু গণমাধ্যম যে খবর প্রকাশ করছে, তা ভিত্তিহীন। তিনি ভারতের কোনো ব্যক্তি, দল বা প্রতিষ্ঠানের সঙ্গে কোনোরকম বৈঠক বা যোগাযোগ করেননি। 

নির্বাচন সামনে রেখে যদি এলডিপির কোনো নেতাকর্মী এ ধরনের মিথ্যা তথ্য গণমাধ্যমে প্রকাশ করে থাকেন, তাহলে তিনি দেশে ফিরে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন।

ভারত যাওয়ার আগে কর্নেল অলি আহমদ বি. চৌধুরীর সঙ্গে জোট করার সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে গণমাধ্যম যে সংবাদ পরিবেশন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কর্নেল অলি আহমদ স্পষ্ট জানিয়েছেন, জোট গড়া তো দূরের কথা, গত এক বছরে বি. চৌধুরীর সঙ্গে তার কোনো কথাই হয়নি। 

আরও পড়ুন

×