ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

শপিংমলে সিনেপ্লেক্স বাধ্যতামূলক করা হোক: আসাদুজ্জামান নূর

শপিংমলে সিনেপ্লেক্স বাধ্যতামূলক করা হোক: আসাদুজ্জামান নূর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৮ | ১১:০০ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮ | ১৪:৫৯

যেখানে শপিংমল হবে সেখানেই সিনেমা হল থাকতে হবে। এটি বাধ্যতামূলক করা হোক। বুধবার সড়ক, যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘গাঙচিল’ ছবির শুভ মহরতে উপস্থিত সেতুমন্ত্রীকে উদ্দেশ্য করে এমন দাবী জানান সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। 

অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর বলেন, ‘আমাদের দেশের চলচ্চিত্রের অবস্থার কথা না বললেই নয়। কারণ আমরা একটু খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে; বিশেষ করে ঢাকা শহরের। আমি সেদিন খুব ক্ষোভের সঙ্গেই বলেছি গুলিস্তান এবং নাজ, যে হলগুলোতে ছবি দেখে আমরা সময় কাটিয়েছি এবং পৃথিবীর মহত্ততম সৃষ্টিগুলো এই হলে আমরা দেখেছি- এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বিষয়টি আমাদের জন্য অনেক কষ্টের।' 


মন্ত্রী আরও বলেন, 'আমাদের সিনেমাশিল্প অনেকটা বাঁচিয়ে রেখেছেন আমাদের মা বোনেরা। তারা আজ হলে যেতে পারছেন না। কারণ হলে যাওয়ার পরিবেশ নেই। কিন্তু যেখানে সিনেপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু দর্শক ঠিকই ছবি দেখতে যাচ্ছে। তাই আমাদের নীতিনির্ধারক, মন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে আহবান করবো শপিংমলগুলোতে সিনেপ্লেক্স বাধ্যতামূলক করা হোক।’

'গাঙচিল’ পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। উপন্যাসটির গল্প আবর্তিত হয়েছে বানভাসি মানুষের জীবন নিয়ে। ছবিটির মূখ্য তিন চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা, ফেরদৌস ও পূর্ণিমা।

ছবিটি প্রযোজনা করছে নায়ক ফেরদৌসের প্রযোজনা প্রতিষ্ঠান নুজহাত ফিল্মস। আগামী নভেম্বরে শুরু হবে ছবির শুটিং। 

আরও পড়ুন

×