ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

দুই ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু, পাশাপাশি দাফন

দুই ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু, পাশাপাশি দাফন

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ৩০ মার্চ ২০২০ | ০৫:৩৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাবার মৃত্যুর দুই ঘণ্টার পর ছেলের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের সীতাহরণ গ্রামে এই ঘটনা ঘটে। পরে সকালেই একসঙ্গে তাদের জানাযা শেষে গ্রামের কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- সীতাহরণ গ্রামের সাত্তার মিয়া (৯০) ও তার একমাত্র ছেলে ফজলুল হক (৪০)।

পানিশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বীন ইসলাম বলেন, প্রায় দেড়বছর ধরে সাত্তার মিয়া বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। সোমবার ভোরে সাত্তার মিয়া মারা গেলে এই শোক সহ্য করতে না পেরে তার এক মাত্র ছেলে রিকশাচালক ফজলুল হকও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সকালে জানাযা শেষে গ্রামের কবরস্থানে বাবা-ছেলের লাশ দাফন করা হয়।

সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নোমান মিয়া বলেন, ঘটনা শুনে সেখানে টিম পাঠিয়েছিলাম। তাদের কারোরই জ্বর-সর্দি-কাশি ছিল না। তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এস.এম মোসা বলেন, ঘটনাটি তিনি জেনেছেন। দু’জনেরই স্বাভাবিক মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন

×